এসএম মশিউর রহমান সরকার, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে সারাদেশে দফায়, দফায় চলছে লকডাউন। জেলার বাইরে যানবাহন চলাচল বন্ধের ঘোষনা থালেও মানছে না, পরিবহন কর্তৃপক্ষ। আজ ২৭ মে বৃহস্পতিবার বিকালে ৪ জনের করোনা সনাক্তের খবর নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.আবুল কাশেম।
করোনা পজিটিভ ব্যক্তিরা হলেন, কাশিপুর ঝাপড়টলা গ্রামের পিয়ার আলী মাষ্টার(৫৬), তার মেয়ের কন্যা (নাতনি) শিমু আক্তার (১৪), ছোট বোন লামিয়া আক্তার(১১) ও ভানোর হলদিবাড়ী এলাকার সালেহা খাতুন(৫৫)।
এছারা আরও ৫ ব্যক্তির রেপিজেন্ট্রি টেস্টের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরা জ্বর সর্দিকাশি নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ ব্যপারে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো.যোবায়ের হোসেন জানান, করোনা পজিটিভের সংবাদটি বিস্তারিত জেনে সংক্রমিতদের নিবির আইসোলেশন ও চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।