ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি\ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার একেএম কামরুজ্জামান বলেছেন, ১৭ বছর ধরে মানুষ গণতন্ত্রের জন্য লড়াই করছে, বিগত ফেসিস্ট শেখ হাসিনার সরকার মানুষের ভোটের অধিকার, নাগরিক অধিকারসহ মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। ২০২৪ এর ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে ফেসিস্ট আওয়ামী হাসিনা সরকারের পতন হলেও এখনো ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একটি অবাদ সুষ্ট নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।
দিনাজপুর-৫ আসনে ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার ধারাবাহিক গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাতে হারিরামপুর ইউনিয়ন বিএনপির অয়োজিত সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর বিকেলে তিনি পার্ববতিপুর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
হামিদপুর মাদরাসা মাঠে আয়োজিত সভায় হামিদপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ জহির উদ্দিন বানিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বতিপুর উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম শাহ্,সহসাধারণ সম্পাদক শাহাদত হোসেন সাদো, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল হক,হামিদপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভট্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম প্রমুখ।
ব্যারিস্টার কামরুজ্জামান রাষ্ট্রসংস্কার বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এখন অনেকে রাষ্ট্র সংস্কারের না না বিষয়ে কথা বলছে, কিন্তু বিএনপি প্রথম রাষ্ট্র সংস্কারের কথা বলেছে। তিনি বলেন, ২০১৬ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০৩০ ভিশন ঘোষনা করে ২৯ দফা রাষ্ট্র সংস্কারের ঘোষনা দিয়েছিল, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রসংস্কারের ঘোষনা দিয়েছে। তিনি বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারসহ রাষ্ট্রের সকল স্তরে সংস্কার হবে। এ জন্য তিনি বিএনপির হাতকে শক্তিশালি করার জন্য আগামী নির্বাচনে ধানেশীষে ভোট দেয়ার আহবান জানান।
এসময় পার্বতিপুর উপজেলা বিএনপি,ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।