হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক মহিলা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।
নিহত রাজিয়া(৪০) উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের দামোল গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও আব্দুল লতিফের মেয়ে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ এস এম আরঙ্গজেব জানান,রাজিয়া খাতুন বহু দিন ধরে শারীরিক ও মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। আজ সোমবার দুপুর ১২ টায় বাড়ির লোকজনের অগোচরে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এব্যাপারে হরিপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।