বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক বনভোজন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-পাহাড়পুর মিলনালয় সমিতি দিগন্ত শিল্পী গোষ্ঠী ও হামিদুর রহমান পাঠাগার এর আয়োজনে ক্লাবের দিগন্ত বটমূলে বার্ষিক বনভোজন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাত ৮টা এক মিনিটে দিগন্ত শিল্পী গোষ্ঠীর নির্বাহী কমিটি ও ক্লাবের সাধারণ সদস্যদের এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক রইস হায়দার ডিয়ার, কার্যকরী সভাপতি শাহ আলম শাহী (স্টাফ রিপোর্টার চ্যানেল আই) এবং দিগন্ত শিল্পী গোষ্ঠীর সাবেক প্রচার সম্পাদক ফটো সাংবাদিক ইউসুফ আলী অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথি, কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দদের অভ্যর্থনা জানান।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক স্বরূপ কুমার বকসী বাচ্চু, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভি দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররাণী, তার সহধর্মিনী নুসরাত জাহান দূররানি, পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক আরিফুল হক নভেল, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক নির্মল চক্রবর্তী’, বিশিষ্ট সমাজসেবক হারুন উর রশীদ,জহির শাহ, শাহিন খান, সাপ্তাহিক দিনাজপুর এক্সপ্রেস পত্রিকার সম্পাদক বাবু আহমেদ বাব্বা প্রমুখ। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কাজী আশরাফুজ্জামান বাবু, আব্দুর রাজ্জাক, রাজিব-১, রাজিব -২, আমানুল্লাহ, কিশোর, মিলন, লেলিন, রিদম, রাফিনসহ অন্যান্যরা।
ব্যতিক্রমধর্মী উক্ত বনভোজনটি ক্লাবের প্রবীণ সদস্যবৃন্দ, সাবেক ও বর্তমান সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিগন্ত ক্লাবের বটমূল প্রাঙ্গণ। বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে সকল সদস্য ও অতিথিদের জন্য ছিল রেফেল ড্র। মোট ২০টি পুরস্কারের মধ্যে যার প্রথম পুরস্কার ছিল একটি মোবাইল ফোন।
অপরদিকে দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক বনভোজন অনুষ্ঠান সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করায় ক্লাবের বর্তমান কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং যারা সার্বিক তত্ত¡াবধানে ছিলেন তাদের সকলের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দিগন্ত শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা-কর্ণধার-মুখপাত্র বর্তমানে প্রধান উপদেষ্টা বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফারুক গজনবী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য সুজনের জামিন না মঞ্জুর জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ প্রদান করে আদালত ।

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আটোয়ারীতে বিদ্যুৎ স্পর্শে সমস্ত শরীর ঝলসে গেছে এক নির্মাণ শ্রমিকের

বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

বীরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের ফলে এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের মানববন্ধন

দুই দিনে ছয় চা কারখানায় প্রশাসনের জরিমানা পঞ্চগড়ে চা কারখানা মালিকদের সিন্ডিকেটে পিষ্ট ক্ষুদ্র চা চাষিরা

নাটক–সিনেমায় ‘কবুল’ উচ্চারণে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

কর্মকর্তাদের উদ্দেশ্যে হাবিপ্রবি ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা “বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা হবে”

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী সড়কের দু’পাশই ধান মাড়াই ও খড় শুকানো দখল, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন

পীরগঞ্জে ২৭ বছর পর আদালতের মাধ্যমে জমির দখল বুঝে পেল প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবার