ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর কাছ থেকে গরু ও আর্থিক সহায়তা পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হয়েছে শহরের আদর্শ কলোনির বৃদ্ধা মনোয়ারা খাতুন।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম মনোয়ারা খাতুনকে একটি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল, ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে জেলায় কর্মরত ৬১টি দপ্তর এবং কিছু এনজিও ও জনপ্রতিনিধির আর্থিক সহায়তায় শতভিক্ষুককে বকনা বাছুর উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। মনোয়ারা খাতুন তখন ওই উপহার থেকে বঞ্চিত হন। অর্থাৎ তিনি তখন বকনা বাছুর পাননি। পরে বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক। প্রতি বুধবার জেলা প্রশাসক যে গণশুনানি করেন সেখানে উপস্থিত হন মনোয়ারা খাতুন ।
গণশুনানিতে সাধারণত স্বল্প পরিসরে চিকিৎসা সহায়তা, বই ক্রয়ের জন্য সহায়তা, ফরম ফিলাপের জন্য সহায়তা, জমি-জমা সংক্রান্ত সহায়তা ইত্যাদি সহায়তা করা হয়। সেখানে কাউকেই গরু-ছাগল বা এ জাতীয় সহায়তা সাধারণত করা হয় না। তবে মনোয়ারা খাতুন গণশুনানিতে জেলা প্রশাসককে এমনভাবে বলেছেন যে, জেলা প্রশাসক তার আবদার ফিরিয়ে দিতে পারেননি।
মনোয়ারা খাতুনের ভিতরে ভীষণ হার না মানা আত্মবিশ্বাস দেখে, জেলা প্রশাসক মনোয়ারা খাতুনকে খুশি করার জন্য একটি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল,ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসন একইভাবে আনন্দিত মনোয়ারা খাতুনের আনন্দে। এভাবে ছোট ছোট আনন্দ মানুষের মুখে ফুটানোই জেলা প্রশাসন ব্রত।