বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে বীরগঞ্জ থানা পুলিশ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন প্রধানের নির্দেশ ২৯ এপ্রিল ২০২১ বুধবার দিবাগত ১১টায় বীরগঞ্জ থানার এস আই আকবর আলীর নেতৃত্বে এস আই সজল,রাজিকুল ও এএসআই সুদানসহ সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মরিচা ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ হাবিবর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা (২১) কে ৭০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এব্যাপার পুলিশ বাদ হয়ে মাদকদ্রব্য আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দারে করেন যাহার মামলা নং ১৬ তারিখ ৩০/৪/২০২১। অন্যদিকে একই রাতে অব্যাহত অভিযানে মরিচা ইউনিয়নের শৈশব কিন্ডারগার্টেন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মোঃ জাহেরুল ইসলাম(৩৫) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছেন।