ঠাকুরগাঁও : শীতের বস্ত্র বিতরণ হচ্ছে গ্রীস্মে । এ ঘটনা ঘটছে ঠাকুরগাঁওয়ে ।
সুত্র জানায় , শীত মৌসুমে উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওসহ কয়েকটি জেলায় মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটি শীতার্ত অসহায় দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য কম্বল পাঠানো হয় । তবে কম্বল বিতরণ না করে জেলা মহিলালীগ রেখে দেয়। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌরসভার মহিলা কাউন্সিলর ও জেলা মহিলা লীগের সভানেত্রী দ্রোপদী দেবী আগরওয়ালা তার বাড়িতে এই কম্বল বিতরণ করা হয় ।
নাম প্রকাশ না করার শর্তে এক নেত্রী বলেন , আগামী ৭ মে করোনায় কর্মহীন নারীদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য সংগঠনের কেন্দ্রীয় নেতাদের আগমন জেনে ভয়ে কম্বল বিতরণ করেন । তা আবারও অসহায় দুস্থদের মধ্যে বিতরণ না করে জেলা মহিলা লীগের নেত্রীদের পছন্দের নেতা- কর্মীদের মধ্যে ভাগাভাগী করা হয় ।
সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওজিফা খাতুন একটি কম্বল নিয়ে বাড়ি ফেরার সময় বলেন উনারা কেন এসময় কম্বল দিলেন তা আমার বোধগম্য নয় !
এ বিষয়ে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম চৌধুরী বলেন পৌরসভা নির্বাচনের আগে কম্বল সরবরাহ পাওয়া যায়। নির্বাচনের জন্য কম্বল বিতরণ বন্ধ রাখা হয়। পরে দীর্ঘ মেয়াদী করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি ও লকডাউনের কারণে কম্বল বিতরণে বিলম্ব হয়েছে।