বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ বুধবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ডালিম সরকার এর সাথে স্থানীয় সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় সাংবাদিক মো: আবেদ আলী, মো: মাজেদুর রহমান, মো: মোশাররফ হোসেন, মো: নাজমুল ইসলাম মিলন, রেজা মো: তৌফিক, মো: সিদ্দিক হোসেন, রতন ঘোষ পিযূষ, বিকাশ ঘোষ, মো:তোফাজ্জল হোসেন, আব্দুল জলিল, রনজিত কুমার রাজ, কার্তিক ব্যানার্জী উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে করোনাকালীন দূর্যোগ মোকাবিলা করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে ব্যাপক প্রচার প্রচারণা করার বিষয়ে বিস্তারিত আলোচনায় প্রশাসন ও সাংবাদিক সমাজকে একসাথে কাজ করে নিজ নিজ এলাকাসহ দেশ ও জাতীর উজ্জ্বল ভবিষ্যত বিণির্মানে অপরিসীম ভূমিকা পালন করতে সকলেই একমত প্রকাশ করেন।