মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ বুধবার সেতাবগঞ্জ পৌরসভার দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে ৩নং ওয়ার্ডের সওদাগর পট্রি হতে সেতাবগঞ্জ বাজারের তিনরাস্তা মোড় পর্যন্ত এর পর ৭নং-ওয়ার্ডের আইডিয়াল কিন্ডার গার্ডেন স্কুল হতে রেলওয়ে মসজিদ পর্যন্ত দুইটি পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম। এসময় সেতাবগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ লিয়াকত আলী,পৌরসভার ইঞ্জিনিয়ার ভরত চন্দ্র পাল, বিশিস্ট ব্যাবসায়ী মোঃ আহসান হাবিব, কাউন্সিলর যখাক্রমে মোঃ মামুন, মোঃ জাহাঙ্গীর আলম লিটন, মোঃ সাহা নাজিমুদ্দীন নজু, মোঃ মোক্তার হোসেন, স্বপ্না রানী, সাবেক কাউন্সিলর মোঃ জাকির হোসেন, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল
আলম, ৭নং-ওযার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাংবাদিক মোঃ ফরিদ হোসেন সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। রাস্তা উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে মোঃ আসলাম মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই পৌরসভার ৯টি ওয়ার্ডের রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থা সহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বর্তমানেও একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে।