বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে জেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৬, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড় জেলা শহরকে যানজটমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
গতকাল সোমবার সকাল থেকে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়কের যে অংশটুকু সড়কের মধ্যে পড়েছে সেখানকার অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। শহরের যানজট কমানোর পাশাপাশি সৌন্দর্য ও নিরপদ করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে জেলা প্রশাসন। সকালে উচ্ছেদ অভিযান চলাকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের যানজট কমাতে প্রাথমিক পর্যায়ে চৌরঙ্গী হতে বানিয়াপট্টি ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা ৩ নভেম্বরের মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেয় জেলা প্রশাসন। বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। এরই মধ্যে অনেকে তাদের স্থাপনা সরিয়ে নিলেও সোমবার সকাল থেকে বাকি স্থাপনাগুলো উচ্ছেদে কাজ শুরু করে জেলা প্রশাসন।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, আমরা পঞ্চগড় শহরকে সুশৃংখল-যানজটমুক্ত শহর বিনির্মানের লক্ষে ইতোমধ্যে শহরবাসীকে সাথে নিয়ে অনেকগুলো কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত রাস্তার দু’ধারে যে সকল অবৈধ স্থাপনা রয়েছে তা আমরা চিহ্নিত করেছি। এ সকল চিহ্নিত অবৈধ স্থাপনা উচ্ছেদে আমরা আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছি। পর্যায়ক্রমে জেলা শহরের অন্যান্য স্থানের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে। আমরা আশা করছি এখন সড়কটি অনেক প্রশস্ত হবে এবং যানজট অনেকটাই কমে আসবে। উচ্ছেদ করা জায়গায় আবার কেউ যেন অবৈধ স্থাপনা নির্মান করতে না পারে এ জন্য শহরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভোক্তাদের ন্যায্য মূল্য পেতে ও খামারীদর উৎপাদিত পণ্যের মূল্য পেতে দুধ, ডিম ও মুরগী বিক্রী।

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, থানায় স্বামীর আত্মসমর্পণ

বঙ্গবন্ধু কন্যা দেশেই সকল ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন ——হুইপ ইকবালুর রহিম এমপি

বীরগঞ্জের সাজেদুরের স্বপ্ন পুরণে পাশে দাড়ালেন মানবিক পুলিশ

বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে ৩টি পদে বৈধ প্রার্থী ১৩ জন

হরিপুরে ইউপি সচিবের বিরুদ্ধে দূর্ণীতি ও অনিয়মের অভিরোগ

সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিকদের বিক্ষোভ

বোদায় কমরেড মোহাম্মদ ফরহাদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত

দিনাজপুরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন