ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় দুই হাজার ৮৮০ পিছ ইয়াবা, ২পিছ ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদে খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভেবরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো: ভেবড়া গ্রামের ইমাম হোসেন ও শিংদোনা গ্রামের সাদেকুল ইসলাম। আটকের পর আসামীদের মাদক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানায়, আটককৃতদের কাছ থেকে মাদকদ্রব্য ছাড়াও তাদের ব্যবহৃত ৫টি মুঠো ফোন, একটি ট্যাব ও মাদক বিক্রির ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।