মঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে লেডিস ক্লাবের উদ্যোগে প্রতিবন্ধী শিশু কিশোরদের হুইল চেয়ার বিতরণ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১০, ২০২৩ ১২:৩৫ পূর্বাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড়ে লেডিস ক্লাবের ভবনের আধুনিকায়নের উদ্বোধন এবং লেডিস ক্লাবের নিজস্ব অর্থায়নে শারীরিক প্রতিবন্ধীদের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে ৫ জন প্রতিবন্ধী শিশু-কিশোরকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত রোববার বিকেলে লেডিস ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় লেডিস ক্লাবের সভাপতি শাহানাজ পারভীন রুমি। এসময় জেলা প্রশাসনের উপ-পরিচালক স্থানীয় সরকার মহোদয়ের সহধর্মিণী, লেডিস ক্লাবের সহসভাপতি, অতিরিক্ত জেলা প্রশাসকপতœীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শাহানাজ পারভীন রুম বলেন, লেডিস ক্লাব পঞ্চগড় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এর পূর্বে পঞ্চগড় লেডিস ক্লাবের উদ্যোগে সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের কাশিমপুর আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীগণের মাঝে ঈদ উপহার ও তেতুলিয়া উপজেলার ডাহুক আশয়ণ প্রকল্পের উপকারভোগীগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও