বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি\ সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ প্রেসক্লাব এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন সাংবাদিক রোজিনা ইসলামের গলা চেপে ধরে দূর্নীতি ঢেকে রাখা যাবেনা। সাংবাদিকের কলমের কালীতে সকল দূর্নীতির সংবাদ বেরিয়ে আসবে।
সেতাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন এর সঞ্চলনায় মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন সাংবাদিক রফিকুল ইসলাম, বরুন চন্দ্র সরকার, ফরিদ আহম্মেদ ফরিদ, সোলায়মান শাহীন, ফরিদ হোসেন, আশিকুর ইসলাম, রাসেল ইসলাম প্রমুখ। এসময় অাযাদ অালী জাপান উপস্থিত ছিলেন
অাজ ১৯ মে বুধবার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও পথসভায় বক্তারা আরো বলেন, অত্যন্ত বিনয়ের সঙ্গে সরকারকে জানাতে চাই, আমরা যদি জাতির দর্পন হয়ে থাকি, আমরা যদি করোনাকালে তথ্য দিয়ে সরকারকে সহায়তা করে থাকি, তাহলে সাংবাদিক রোজিনা ইসলামও সেই সারির একজন সম্মুখ যোদ্ধা। আমরা মনে করি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যেসক কর্মকান্ড হচ্ছে, তা সরকার প্রধানকে জানাতে রোজিনা আপা সেখানে গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের দাবি, তিনি যেন রোজিনা আপাকে মুক্তি দিয়ে দোষীদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করবেন।