চাঁপাইনবাবগঞ্জে আগামীকাল মঙ্গলবার থেকে সাত দিনের বিশেষ লকডাউন ডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। এই জেলায় করোনা ভাইরাসে শনাক্তের হার ৫৫ শতাংশ। সোমবার (২৪ মে) দুপুরে এ ঘোষণা করেন জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪৯ জন, শিবগঞ্জে তিনজন, গোমস্তাপুরে ছয়জন ও ভোলাহাটে একজন রয়েছেন।