শুক্রবার , ২৮ মে ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে ভিজিএফ ও জিআরের টাকা আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৮, ২০২১ ৪:২৫ অপরাহ্ণ

হরিপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর-এর টাকা বিতরণে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বিরুদ্ধে হরিপুর থানায় শুক্রবার (২৮মে) একটি মামলা দায়ের করা হয়।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওরঙ্গজেব মামলার সত‍্যতা নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিজিএফ এর ১৪৭৮ জনকে ও জিআর এর ৫৫৫ জনকে ঈদ এর আগে টাকা বিতরণ কথা থাকলেও হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনিরুজ্জামান মনি সুবিধাভোগীদের টাকা আত্মসাৎ করার লক্ষ্যে ব‍্যাপক অনিয়ম করে। সুবিধাভোগীর তালিকায় নাম থাকা সত্ত্বেও অনেককেই এ অর্থ না পাওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে তারা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। কিন্তু দিনভর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেওয়ার পরেও টাকা না পেয়ে তারা নিজ নিজ বাড়ি চলে যান। পরের দিন সকালে সংশ্লিষ্ট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভুক্তভোগী ফাতেমা,লুৎফর রহমান, সাইদুল ইসলাম, মোছাঃ আঞ্জুয়ারা, নুর জাহান ও ২নং ওয়ার্ডের লুৎফর রহমান হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরে গত ১৬ মে সকাল ১১টায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল সরেজমিনে তদন্ত করার জন্য ডাংগীপারা ইউনিয়ন পরিষদের গণশুনানির আয়োজন করেন।

এ সময় উপস্থিত অভিযোগকারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যদের সাথে কথা বলে ৩২৮ জন টাকা না পাওয়ার সত্যতা পায় তদন্ত কর্মকর্তা।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা হরিপুর উপজেলা নির্বাহী অফিসার তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রতিবেদন দাখিল করা করেন। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশক্রমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী (কাম কম্পিউটার অপারেটর) শ্রী নরেশ চন্দ্র বর্ম্মণ বাদী হয়ে ২৭মে বৃহস্পতিবার হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার হরিপুর থানা পুলিশ ৪০২ ও ৪০৯ ধারায় মামলা রজু করেন।

নির্বাহী কর্মকর্তার আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও –২ আসনে নৌকার মাঝি হতে চান আহসান উল্লাহ ফিলিপ ,

ঠাকুরগাঁওয়ে নানা কর্মসুচি ও উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে শিখন শিখড় কেন্দ্রের শিশুদের দিনব্যাপী গ্রাজুয়েশন উৎসব

বাড়ির ছাদে হরেক রকম ফুল-ফল-সবজি ||ঠাকুরগাঁও শহরে অনেকেই ছাদ কৃষিতে মনোযোগী হয়ে উঠেছেন

বীরগঞ্জের পল্লীতে রাতের আধাঁরে কালি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা

১০ বছরেও আলোর মুখ দেখেনি ঠাকুরগাও জেলা পরিষদের শিশু পার্ক

প্রসূতিকে ছাড়পত্র দিল হাসপাতাল, সিএনজিতে উঠতেই সন্তান প্রসব!

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনির পরলোকগমণ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার নিজের ভাগ্য নিজেকেই বদলাতে হবে সাবলম্বি হয়ে

দিনাজপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন