পীরগঞ্জ প্রতিনিধি ঃ আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময়ের মাধ্যমে যুবদের উন্নয়নে নীতিমালা চূড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। রবিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েশনের উদ্যোগে ঠাকুরগাঁও সদর ও পীরগঞ্জ উপজেলা যুব সংগঠনের আয়োজনে কর্মশালায় ঐ দু উপজেলার ৫০ জন যুব নারী ও পুরুষ অংশ নেয়। পরে পীরগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যানির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।