দিনাজপুরে বিন¤্র শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৩। গভীর শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে সর্বস্তরের জনগণ।
দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে স্থাপিত মুক্তিযুদ্ধে শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর মাধ্যমে শহীদদের প্রতি প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ। এরপর সদরের চেহেলগাজী মাজারে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান হুইপ ইকবালুর রহিম এমপিসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা কমান্ড।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে শনিবার সকাল থেকে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচী গ্রহণ করে। কর্মসুচীর মধ্যে ছিল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ, আলোচনা সভা, হাসপাতাল-কারাগার ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশন। এছাড়াও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য কুচকাওয়াজসহ ক্রীড়া প্রতিযোগিতা ছিল উল্লেখযোগ্য।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা বিএনপিসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগসহ আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জাতীয় পাটি, দিনাজপুর প্রেসক্লাব ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দিনাজপুর সিভিল সার্জন অফিস, বিএমএ ও স্বাচিব দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ, দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলা আইনজীবী সমিতি, জেলা ওয়ার্কার্স পার্টি, জেলা জাসদ, কমিউনিষ্ট পার্টি, জেলা জাগপা, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
চিরিরবন্দর
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিনম্র শ্রদ্ধায়, যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর শনিবার সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা করে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন পূূর্বক চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুজকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান লায়লা বানু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত, ভাইস চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
হাকিমপুর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি \সারাদেশের ন্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হিলিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।
দিবসটি উদযাপনে শনিবার সকাল সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা করা হয়। ৬ টা ৪০ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ,সাড়ে ৭ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,সাড়ে ৮টায় হাকিমপুর ডিগ্রী কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
এসময় সেখানে উপজেলার চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন,উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার লায়লা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,ওসি মো: দুলাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী,প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, নবনিবাচিত সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, নবনিবাচিত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।