আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁও রাণীশংকৈলে গাজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার সকালে থানার এস আই হাফিজুর রহমান সঙ্গীয় র্ফোস নিয়ে অভিযান চালিয়ে পৌরশহরের ভান্ডারা গ্রামের কুলিক পাড়া থেকে ৫টি গাজাঁর গাছসহ তাকে আটক করেন। আটকৃকত হলেন ঐ পাড়ার মৃত কাজিমউদ্দীনের পুত্র আবুল আসাদ(৫৫)
সোমবার (১৪জুন) সকাল সাড়ে ১১ টার দিকে আবুল আসাদের নিজ বাড়ি থেকে গাঁজার ৫টি গাছসহ হাতে নাতে তাকে আটক করা হয়েছে।
পুলিশ সুত্র মতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার ৫ টি গাছের ২৬ টুকরো কাটা অবস্থায় উদ্ধার করা হয়। গাছটির বয়স ছিল আনুমানিক ৫ মাস।
থানার এস আই হাফিজুর রহমান সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসভবনে চাষাবাদ করা গাজাঁ গাছসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হবে। তিনি আরো বলেন, তাকে কে বা কাহারা সবজি হিসেবে চাষ করার জন্য গাছগুলো দিয়েছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়।