রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার প্রথম নির্বাচিত প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও আমৃত্য উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের ২৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। ১৯৯৮ সালের ১৪ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেন।
গত সোমবার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দোয়া খায়ের ও সবশেষে সন্ধায় প্রয়াত চেয়ারম্যানের ছেলে বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্নার পৌর শহরের শিবদিঘী ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক মামুনুর রশিদ এলবাট আ’লীগ নেতা প্রভাষক সফিকুল আলম আনিসুর রহমান বাকী বাবর আলী ভিপি রফিউল ইসলাম যুবলীগ নেতা শাহনেওয়াজসহ প্রয়াত চেয়ারম্যানের বিভিন্ন আত্নীয় স্বজন বন্ধু-বান্ধবসহ স্থানীয়রা অংশ গ্রহণ করে । দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল্লাহীল বাকী।
উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সম্পাদক আনিসুর রহমান বাকী বলেন, আমরা একজন জননন্দিত জনপ্রিয় আ’লীগ নেতা ও প্রায়ত জনপ্রতিনিধির আত্নার মাগফেরাত কামনায় তার ২৪ মৃত্যু বার্ষিকী উদযাপন করেছি। এতে ব্যাপক মানুষের স্বতস্ফুর্ত অংশ গ্রহণ ছিলো। তাকে মানুষ আজীবন মনে রাখবেন বলে আমি বিশ্বাস করি।