পীরগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে “তারুণ্যের মেধায় বাংলা ভাষা” এ-র স্লোগান কে সামনে রেখে আয়োজিত হলো বাংলা অলিম্পিয়াড “ভাষার সাথে”।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বাংলা ভাষা ও বাংলা ভাষার ব্যাকরণ বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় চত্তরে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’জয়ী সেচ্ছাসেবী সংগঠন ‘আইপজিটিভ’ ও আলো পাঠাগারের উদ্যোগে/আয়োজনে এই প্রতিযোগিতা হয়।
আইপজিটিভ এর প্রতিষ্ঠাতা শফিক পারভেজ পরাগ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী, রানীশংকৈল ডিগ্রী কলেজের প্রভাষক প্রশান্ত বসাক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সাবেক ব্যাংকার শাহজাহান, আইপজিটিভ-এর প্রতিষ্ঠাতা সদস্য হাফিজ আহমেদ সহ-সভাপতি মেজবাউর রহমান মুন্না, ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ সহ আরো অনেকে।
প্রতিযোগিতায় উপজেলার ষষ্ঠ থেক দ্বাদশ শ্রেণির বারোশ’র অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়।