বিকাশ ঘোষ,বীরগঞ্জ, দিনাজপুর) : প্রতিনিধি :ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াস-সালাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার বাদ জুম্মা বীরগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে মুছলীরা বিক্ষোভ মিছিল সহকারে বীরগঞ্জ বিজয় চত্বরে অবস্থান নিলে এখানে ১টি বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন,কেনদ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মো. জাহিদুল ইসলাম,হাটখোলা জামে মসজিদের ইমাম মওলানা মো. হেফজুর রহমান,থানা মসজিদের ইমাম মওলানা মো.মতিউর রহমান ,নূরুল উলুম কওমী হাফেজিয়া মাদ্রাসার মহতামিম মওলানা মো. আবুল হাসেম,হাফেজ মুহতাসিম বিলাহ প্রমূখ।বক্তারা ফ্রান্সের ধৃষ্টতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জনসাধারনকে ফ্রান্সের পন্য বর্জনের জোড় আহবান জানান।