রবিবার , ২৭ মার্চ ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে উঠতে শুরু করেছে আগাম জাতের তরমুজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২৭, ২০২২ ৬:১৬ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনভর ভ্যাপসা গরমে মানুষ যখন ক্লান্ত। আর ক্লান্তি থেকে একটু নিশতার পেতে আগাম জাতের তরমুজ কিনছেন ভোক্তারা। দিনাজপুরের বীরগঞ্জে দেখা মিলছে আগাম জাতের তরমুজের। কিন্তু এখনো গরমকালের তরমুজ বাজারে আসেনি। পৌরসভার বিভিন্ন ফল ব্যবসায়ীরা নাটোর, রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরমুজ চাষিদের কাছ থেকে কিনে এনে বিক্রি করছে। নতুন তরমুজে ক্রেতাদের নজর কারতে তাদের দোকানে সামনে তরমুজগুলো সাজিয়ে রাখছেন তারা। তবে আগাম জাতের তরমুজ নিয়ে লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বীরগঞ্জ উপজেলা। এই উপজেলায় কম পরিমাণে তরমুজ চাষ হয়ে থাকে। তাই ব্যবসায়ীরা বিভিন্ন জেলা -উপজেলা থেকে পাইকারীতে তরমুজ কিনে থাকেন। গরমকালের তরমুজ এখনো বাজারে আসেনি। এখন যেগুলো পাওয়া যাচ্ছে,সেগুলো আগাম জাতের তরমুজ। বীরগঞ্জ পৌরশহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশ্ববর্তী স্থানে বিভিন্ন ফলের দোকানগুলোতে প্রায় এক মাস ধরে এইসব তরমুজ পাওয়া যাচ্ছে। বর্তমানে খুচরা বাজারে তরমুজ ৫০ থেকে ৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রয় হচ্ছে। বসন্তকাল হলেও ভোররাতে এখনো হালকা শীত পড়ছে। আর বেলা উঠার সাথে সাথে প্রচন্ড রোদ এবং ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন জনসাধারণ। এজন্য তরমুজের চাহিদা বাড়ছে। বিক্রেতা শহিদুল বলেন,অন্য বছরের তুলনায় এবছর আগেই বাজারে এসেছে তরমুজ। আগাম জাতের তরমুজ কিনে লাভের আশায় পাইকারি কিনে খুচরা বিক্রি করছি। তবে কম পরিমাণে তরমুজ বিক্রি হচ্ছে। কয়েকদিন পর পবিত্র মাহে রমজান মাস তরমুজ বিক্রি বেশি হবে বলে আশা করছেন তিনি। তিনি আরও জানান, আগাম জাতের কালা, বাংলালিংক, অলক্লিন, চায়না -২ সহ বিভিন্ন জাতের তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। এ বছর গরম বেশি তাই তরমুজের চাহিদা হবে বেশি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে গনহত্যা ও স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও জেলা যুবলীগ নেতা পুলককে মারপিটের ঘটনায় সদর থানার ওসি প্রত্যাহার !

বিরলে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন

বিরলে রাস্তার পাশে বাশেঁর মাচাঁই লাউ চাষ

দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৪-২৫ সেশনে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ

বীরগঞ্জে জাতীয় পার্টির মানববন্ধন

আটোয়ারীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা দেশীয় অস্ত্র সহ আটক-৬

তেঁতুলিয়ায় পরীক্ষায় ১৪৪ ধারা ভঙ্গের দায়ে অধ্যক্ষ ও সহকারী শিক্ষকের অর্থদন্ড

বীরগঞ্জে এস.ডি.এফ এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

৬নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রার্তৃ কল্যাণ সমিতির বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত