পীরগঞ্জ প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ছয় জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
গত সোমবার (২১ জুন) সন্ধ্যায়
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় অভিযান চালিয়ে ছয় জনকে ৭শত টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচেছ। পেনাল কোড ২৬৯ ধারায় তাদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।