মিজানুর রহমান, হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে নিজ দখলীয় জমি জবর দখল ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় কৃষক।
বুধবার দুপুরে হরিপুর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নির্যাতিত অসহায় কৃষক জিএম তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার নারগুন গ্রামের রাকিব গংরা আমার ক্রয়কৃত জমি অন্যায়ভাবে জবর দখল করে আমাকে হয়রানির চেষ্টা করছে ও মিথ্যা মামলা দিচ্ছে। আমি এর সুষ্ঠ বিচার দাবি করছি।
সংবাদ সম্মেলনে হরিপুর উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।