বৃহস্পতিবার , ৮ জুলাই ২০২১ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

লকডাউনের ৮ম দিনেও ঢাকায় গ্রেফতার সহস্রাধিক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৮, ২০২১ ৯:৫৮ অপরাহ্ণ

সরকার ঘোষিত ‘কঠোর লকডাউনের’ অষ্টম দিনে এসে গত কয়েক দিনের তুলনায় সড়কে বেড়েছে জনসাধারণের চলাচল। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গিয়ে রাজধানীজুড়ে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৭৭ জন।

একইসঙ্গে এদিন ৩১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। তাদের সর্বমোট জরিমানার পরিমাণ ১৬ লাখ ৭৯০ টাকা।

বৃহস্পতিবার (৮ জুলাই) দিনভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও জরিমানা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী ডিএমপির ট্রাফিক বিভাগ সড়ক সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন যাননবাহনকে করা জরিমানার পরিমাণ ২১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা। সরকারি বিধিনিষেধ অমান্য করায় সর্বমোট ৯৩৭টি গাড়িকে এ জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ‘লকডাউনের’ অষ্টম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধিনিষেধ মানাতে অভিযান চালায়। বিধিনিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ১ হাজার ৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩১৮ জনকে ১৬ লাখ ৭৯০ টাকা জরিমানা করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সরকার নির্দেশিত বিধিনিষেধ অমান্য করে ‘লকডাউনের’ সপ্তম দিন বুধবার (৭ জুলাই) রাজধানীজুড়ে পুলিশের হাতে এক দিনে সর্বোচ্চ গ্রেফতার হন ১ হাজার ১০০ এর বেশি সংখ্যক মানুষ। তারপরও অষ্টম দিনে এসে সড়কজুড়ে প্রায় একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ছাড়াও সার্বক্ষণিক টহলরত রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এরপরও কোনোভাবেই মানুষের ঘর থেকে বের হওয়া ঠেকানো যায়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী পালিত

২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে এইচপিভি টিকা ক্যাম্পেইন বাংলাদেশে প্রতি বছর পাঁচ হাজার নারী জরায়ুমূখ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ থানায় মামলা

স্বল্প দূরত্বে দিনাজপুরে দুটি ট্রেন চালু, স্টেশনে ছিল কড়া নিরাপত্তা

বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আলমারির নীচে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার এবং দুই মাদক কারবারি আটক

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

ডায়াবেটিক এসোসিয়েশন দিনাজপুরের নির্বাচনে আব্দুল লতিফ ও সফিকুল হক ছুটু প্যানেল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিচার বিভাগের ফুটবল ম্যাচ উপলক্ষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রস্তুতিমূলক খেলা