শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল কোভিট-১৯ টিকাকেন্দ্রে স্বাস্থ্য উপেক্ষিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২১ ৭:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ার হোসেন আকাশ,
রানীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে:

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে আসা মানুষের মুখে মাস্ক দেখা গেছে। কিন্তু সামাজিক দূরত্ব মানা হয়নি। অভিযোগ উঠেছে, শরীরে শরীর ঘেঁষে চলে টিকাদান কার্যক্রম। এতে স্বাস্থ্য উপেক্ষিত করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের মতে, সামাজিক দূরত্ব বজায় না রেখে চলাফেরা করলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের প্রধান ফটকে বসে তিনজন টিকা নেওয়ার জন্য আগেই নিবন্ধন করা কাগজে ক্রমিক নম্বর, পেশা লিখে দিচ্ছেন। সেখান থেকে টিকাদান কক্ষের বাইরে আরেকজন ক্রমিক নম্বর চিহ্নিত করে টিকা প্রয়োগের তারিখ ও পরবর্তী টিকা প্রয়োগের তারিখ লেখে দিয়ে নিবন্ধনের অর্ধেক কাগজ ছিঁড়ে নিচ্ছে। এরপর অর্ধেক কাগজ সুবিধাভোগীর হাতে ধরিয়ে দিয়ে টিকা প্রয়োগ কক্ষে পাঠাচ্ছেন। ক্রমিক দেওয়া থেকে শুরু করে শনাক্তকরণ এবং টিকা প্রয়োগের স্থানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

টিকা নিতে আসা মো. শাহনেওয়াজ নামের এক ব্যক্তি বলেন, ‘আমি ও আমার স্ত্রী টিকা নিতে আসি। এ সময় আমাদের গাদাগাদি পরিবেশের মধ্যে টিকা দেওয়া হয়েছে।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ চৌধুরী বলেন, ‘আমাদের লোকবল কম, তাই মানুষকে সামাল দেওয়া যাচ্ছে না।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা তদারককারী মেডিকেল টেকনোলজিস্ট নুরুজ্জামান বলেন, ‘আমাদের মোট টিকা এসেছে ১ হাজার ৪০০টি ভাওয়াল। টিকা দেওয়া শুরু হয়েছে চলতি সপ্তাহের সোমবার থেকে। এযাবৎ এখান থেকে ৭০১টি টিকা মানুষের শরীরে প্রয়োগ করা হয়েছে।’ বৃহস্পতিবারসহ ৯০০টি টিকা প্রয়োগের তথ্য নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদা পৌর নির্বাচনে আজাহার আলী মেয়র নির্বাচিত

খানসামায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

রাণীশংকৈলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বোদায় হরিপদ দের এক মাত্র আয়ের পথ মিষ্টির বাক্স তৈরি

দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম শতবর্ষ অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ বাংলাদেশে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবধারায় মানবিক বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে

বিরামপুরের ঘাসুরিয়া সীমান্ত থেকে চারটি সোনার বারসহ যুবক আটক

হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র‌্যালি হাবিপ্রবিতে কর্মকর্তাদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ

বীরগঞ্জে এবার এসএসসি পরীক্ষার্থী ৫ হাজার ১৭৮ জন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে ১টি ঘর পুড়ে ছাই !