শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

​নরসিংদীতে কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ

নরসিংদীতে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ লেগুনার ছয় যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী।

শুক্রবার দুপুরে পাঁচদোনা-ঘোড়াশাল-টঙ্গী আঞ্চলিক সড়কের পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের ছয় জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন-গাজীপুরের কালিগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর গণমাধ্যমকে বলেন, ঘোড়াশাল থেকে একটি লেগুনা ১১ জন যাত্রী নিয়ে পাঁচদোনার দিকে যাচ্ছিল। এসময় ভাটপাড়া চাকশাল এলাকায় বিপরীত দিক থেকে আসা ঘোড়াশালগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে উল্টে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।স্থানীয়রা আহত আরও ৯ যাত্রীকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠালে সেখানে আরও ৪ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

মরদেহগুলো নরসিংদী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও