বিকাশ ঘোষ ‘বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি॥-দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ক্ষমতার ধারাবাহিক ১৫ বছরে আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও সেই উন্নয়ন করতে পারতো না। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক এই সংকটের মুহূর্তেও দেশের উন্নয়ন কর্মকান্ডকে বিঘ্নিত করেন নাই। সার্বিকভাবে অর্থনীতিকে চাঙ্গা রাখবার কৌশলকে তিনি অবলম্বন করেছেন এবং বাংলাদেশের এই অর্থনৈতিক গ্রোথ যেন বিনষ্ট না হয় তার কারণে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার (৭ সেপ্টেম্বর ২০২২) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনার বাস্তবায়নে দিনাজপুরের কাহারোল উপজেলার তাঁরগা ইউনিয়নের দৌলতপুর গ্রামের পরেশের বাড়ীর কোনা হতে মল্লিকপুর পাকা পর্যন্ত নবনির্মিত এইচবিবিকরনের উদ্বোধনী ফলক উম্মোচনকালে এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা সানাউল্লাহ, ৪ নং তারগা ইউনিয়নের চেয়ারম্যান মনোরয়ারুল হোসেন প্রমুখ।