বিকাশ ঘোষ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল নিরাপত্তা
আইন মামলায় আবু বক্কর সিদ্দিক নামে একজনকে গ্রেফতার করে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে
বীরগঞ্জ থানা পুলিশ। আবু বক্কর সিদ্দিক উপজেলার শতগ্রাম ইউনিয়ন প্রসাদপাড়া গ্রামের মোঃ আব্দুলজলিলের ছেলে। একই ইউনিয়নের গড়ফতু গ্রামের মোঃ শামসুল হকের ছেলে মোঃ সোলেমান আলী বাদী
হয়ে আবু বক্কর সিদ্দিককে আসামি করে ৪ আগস্ট বুধবার বীরগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে
মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৫ তারিখ ৪/০৮/২০২১ ইং। এজাহার সুত্রমতে জানা যায় মামলার বাদী
সোলেমান আলীর স্ত্রী মোছাঃ লিপা আক্তারের ব্যবহৃত এন্ড্রুয়েট মেবাইলে ২৫ /৬/২০২১ তারিখ বেলা
আনুমানিক ১১টায় দেখতে পায় বিবাদী তার এড়ওফবহ পরঃরুবহ নামীয় ফেসবুকে ঝাড়বাড়ি বাজারে
থাকা বাদীর ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে “অনিয়ম ২৫৬ জঙ্গি আস্থানা শিরোনামে মিথ্যা তথ্য অপপ্রচারে
ফেসবুকে পোস্ট দিয়ে ভাইরাল করে ব্যাবসা প্রতিষ্ঠানের সুনামক্ষুন্ন ও ক্ষতি করার অপরাধে সিদ্দিকের
বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেলে সরেজমিনে শতগ্রাম গিয়ে তথ্য সংগ্রহে এলাকার
সাধারণ মানুষদের সাথে কথা বলা হলে জানা যায়, আবু বক্কর সিদ্দিক একজন ধ্রুর্ত,চতুর,কৌশলী,
চিটিংবাজ, মামলাবাজ ও আন্তর্জাতিক মানের প্রতারক। ইতিপূর্বে সেনাবাহিনী, পুলিশ, ব্যাংক
সহ বিভিন্ন সরকারী, বেসরকারি দফতরে চাকুরী দেয়ার নাম করে এলাকার সহজ সরল লোকদের কাছ থেকে লক্ষ
লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক চলমান মামলা রয়েছে। এছাড়াও সিদ্দিক তার
ব্যবহৃত এড়ওফবহ পরঃরুবহ নামীয় ফেসবুক আইডি খুলে এলাকার বিভিন্ন মানুষের নামে মিথ্যা,
ভিত্তিহীন, মনগড◌়া কল্পকাহিনী লিখে চরিত্র হরণ করে ওয়েব বিন্যাসে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
ইতিপূর্বে তাঁর বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগীরা সাংবাদিক সম্মেলন, গণস্বাক্ষর সহ বিভিন্ন
প্রশাসনিক দফতরে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছে না। সিদ্দিক গ্রেফতার হওয়ায় এলাকাবাসী
বীরগঞ্জ থানা পুলিশকে সাধুবাদ জানায়।