ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা মৎস্য অফিসের অভিযানে আনুমানিক ৭২০ মিটারের ২৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার মোঃ রিয়াজ মোর্শেদ রনজু জানান, মঙ্গলবার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহায়তায় আমরা গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলার করতোয়া ও মাইলা নদীতে অভিযান পরিচালনা করে এ সব জাল উদ্ধার করি। পরে উপজেলা পরিষদ চত্তরে উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, উদ্ধার করা নিষিদ্ধ জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত করতোযা নদী সহ উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হচ্ছে।