বুধবার , ৪ আগস্ট ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোচাগঞ্জে করোনায় সেনাবাহিনীর খাদ্য সহায়তা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৪, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ

বোচাগঞ্জ প্রতিনিধিঃ
করোনা মোকাবেলায় দিনাজপুরের বিভিন্ন উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরন কার্যক্রম চালু রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন। তারই অংশ হিসেবে বোচাগঞ্জ উপজেলায় ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ১৬ পদাতিক ব্রিগেডের আয়োাজনে মানবিক সহায়তা উপহার সামগ্রী বিতরণ করে। ৪ আগষ্ট ২০২১ ইং বুধবার সকাল ১১ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৯০ জন সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সামাজিক দ‚রত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে উপহার সমাগ্রী বিতরণ করা হয়।সুবিধা বঞ্চিত পরিবারের হাতে উপহার সমাগ্রী তুলে দেন ক্যাপ্টেন মো.মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হোসেন।বিতরণকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে ছিল, চাল,আটা,ডাল,তেল,লবণসহ অন্যান্য নিত্য প্রয়োাজনীয় দ্রব্যদি। বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই আর্তমানবতার সেবায় প্রত্যক্ষভাবে অংশগ্রহন করে আসছে। তারই ধারাবাহিকতায় বোচাগঞ্জ উপজেলার অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে উপহার সমাগ্রী বিতরণ করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও