বোচাগঞ্জ প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল।জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জাফরুল¬াহ,যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহের মোঃ মামুন,শাহনেওয়াজ,উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ আসলাম,শামীম আজাদ,সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার ওসি মোঃ মাহামুদ্যল হাসান সহ উপজেলার ভাইস চেয়ারম্যান নুর আলম,মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রানি ও সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।