পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের নব নির্মিত হলরুমে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথি ও বিশেষ অতিথিগণ মেলার স্টল পরিদর্শন করেন। মেলা উদ্বোধন উপলক্ষে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরনের মধ্য দিয়ে দিনব্যাপী মেলা শেষ হয়। মেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেয়া ২৪টি স্টলে বিভিন্ন ধরনের উদ্ভাবন প্রদর্শন করা হয়।