রানিসকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগায়ের রাণীশংকৈল উপজেলার ধমগড় ইউনিয়ন পরিষদের উদ্দোগ্যে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ফিস্টুলা রোগী অনুসন্ধান করার লক্ষ্যে নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১২ আগষ্ট সকালে ফিস্টুলা রোগী অনুসন্ধান করার লক্ষ্যে রাণীশংকৈল উপজেলার ধমগড় ইউনিয়ন পরিষদের উদ্দোগ্যে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় ইউ এন এফ পি এ বাংলাদেশ এর অথায়নে ল্যাম্ব হাসপাতাল কতৃক বাস্তবায়িত এক নেটওয়াকিং সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মগড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় রাণীশংকৈল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য পরির্দশক মোজাম্মেল হক, সহকারী স্বাস্থ্য পরিদশক আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা পরির্দশক বুলবুল আক্তার, স্বাস্থ্য সহকারী,পরিবার পরিকল্পনা সহকারী, পল্লী চিকিৎসক,গ্রাম পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ধাত্রী,শিক্ষক, সেবিকা, এনজিও প্রতিনিধি এবং ইউপি সদস্য প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসব জনিত ফিস্টুলা নির্মূল করার লক্ষ্যে আলোচক হিসাবে ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম ল্যাম্ব হাসপাতাল পাবতীপুর দিনাজপুর। সভায় মোট ৪৮ জন নারী – পুরুষ অংশগ্রহন করেন। আলোচনান্তে সন্দেহজনক দুই জন ফিস্টুলা রোগী অংশগ্রহনকারীদের কাছ থেকে তথ্য পাওয়া যায় এবং আগামী ১ সপ্তাহের মধ্যে ফিস্টুলা রোগী নিজ নিজ এলাকায় অনুসন্ধান করে তার তথ্য হাসপাতালে প্রেরণ করার সিদ্ধান্ত হয়। ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন যে, আগামি তিন মাসের মধ্যে ধমগড় ইউনিয়নকে ফিস্টুলা মুক্ত করার ইচ্ছা পোষণ করেন।