বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রচেষ্টা ব্লাড ব্যাংক বীরগঞ্জ শাখার পক্ষ হতে নবাগত ইউএনও জিনাত রেহানা কে ফুলেল সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে প্রচেষ্টার অঙ্গীকার রক্তের অভাবে মারা যাবে না কেউ আর, এই স্লোগান কে সামনে রেখে বীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার জিনাত রেহানা কে ফুলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
এসময় প্রচেষ্টা ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ও সমাজসেবক সোহেল আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি আবু বক্কর সুমন,সাংগঠনিক সম্পাদক শামীম পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, কোষাধ্যক্ষ মানিক সেন,সহকারী কোষাধ্যক্ষ হুমায়ুন আহমেদ ইফতি,যুগ্ন সম্পাদক আবু রানভির রনি, সহ যুগ্ন সম্পাদক মাসুদ রানা, জুপিটার রায়,কার্যকরী সদস্য সৈকত,সারোয়ার শামীম,পারভেজ,শাহারীয়ার, সুলতান,সাকিবুর রহমান,রনি ইসলাম,পারভেজ,ওমর ফারুক হোসেন,মানিক,ইউসুফ,লিয়া আক্তার,আঞ্জুমান,আখি,রিদয়,সঞ্জয় কুমার ইমন,লিমন রানা, তুর্য সহ আরো অনেকেই
উপস্থিত ছিলেন।