বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর বীরগঞ্জে কলা চাষীর ক্ষেত থেকে একদল দূস্কৃতিকারী তীর ধনুক,দা,হাসুয়া সহ দেশীয় অস্ত্রে- সস্ত্রে সজ্জিত হয়ে কলা চাষীকে মারধর করে পরিপক্ক ১১৬ টি সাগর কলার পীর কেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করেছেন স্থানীয় জনগন। এ ব্যাপারে কলা চাষী পৌর শহরের মাকড়াই গ্রামের মোঃ আঃ করিমের ছেলে হযরত আলী(৪৫) বীরগঞ্জ থানায় অভিযোগ করে জানান, তিনি মৃত চন্দ্রাই হেমরমের ছেলে সুলতান হেমরমের নিকট হতে জগদল মৌজার ৩১১০ দাঁগের ৮০ শতক দাঙ্গা বন্ধকি জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছিলো। বর্তমানে বর্নিত সম্পত্তিতে কলা চাষ করে কলা পরিপক্ব হয়েছে। ২০ আগষ্ট শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৬ টায় কাশিপুর গ্রামের মৃত মঙ্গল বেশরার ছেলে বাজুন বেশরা(৪৫), রামপুর গ্রামের মৃত সোম মুরমূর ছেলে মঙ্গুলু মুর্মু(৫৯), যদুর মোড় চাকাই গ্রামের মৃত নয়নের ছেলে অমল ওরফে মঙ্গল (২৫)সহ একদল সন্ত্রাসী কলা বাগানে অনধিকার প্রবেশ করে ১১৬ টি কলাসহ গাছ যার মূল্য প্রায় ৮০ হাজার টাকা কর্তন পূর্বক ক্ষতিসাধন করে। এসময় বাঁধা দিতে গেলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাঁকে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছেলাফুলা জখম করে। প্রাণ রক্ষার্থে চিৎকার করলে সুলতান হেমরম, মিনতী হাসদা,সুবল হেমরম সহ অনেকেই এগিয়ে আসলে প্রকাশ্যে প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার সময় তীর ধনুক,হাসুয়া ও কর্তনকৃত ২ টি কলার পীর সহ মঙ্গুলু মুর্মূ, অমল হেমরম কে হাতেনাতে আটক করে স্থানীয়রা। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার এসআই স্বপন পাল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে আটককৃতদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত চাষী হযরত আলী তার ক্ষেত হতে কর্তনকৃত কলার পীরগুলো উদ্ধার ও ক্ষতিপূরন আদায়ের জন্য বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।