বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জে আধুনিক পদ্ধতিতে দেশী ও উন্নত জাতের মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণীসম্পদ প্রশিক্ষণ কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় সক্ষমতা বৃদ্ধিমূলক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মহিববুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদের, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন বর্মন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা: মো. ইউনুস আলী।