বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ ২১ শে আগষ্ট বর্বোচিত গ্রেনেড হামলাকারী ও নির্দেশ দাতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরশহরের বিজয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান অন্তু সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রনি শাহ্ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযুষ, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ।এছাড়াও আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সুজন, তৌকির হোসেন তুষার, রওশন এলাহীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।