ঠাকুরগাঁও: কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে এগিয়ে নেয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে বøকবাটিকের বিভিন্ন প্রকারের উপকরণ সমাগ্রী প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। মঙ্গলবার গোবিন্দনগরস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপত্বিতে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন, সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক বিধান চন্দ্র দাস প্রমুখ। এ সময় ২০ জন সুবিধাভোগী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন ধরনের উপকরন সামগ্রী তুলে দেন অতিথিরা। উপকরণ সামগ্রীর মধ্যে ছিল, জনপ্রতি ২ হাজার ৯শ টাকা মূল্যের বড়, ছোট, মাঝারী ও পাতলা সাইজের মোট ৪ প্রকারের ১৩ টি ডায়াস, পেস্ট, রং ও কাপড়সহ অন্যান্য উপকরণ।