মঙ্গলবার , ২৪ আগস্ট ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কাবুল থেকে ইউক্রেনের বিমান ছিনতাই

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৪, ২০২১ ৯:৪৪ অপরাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ছিনতাইয়ের পর বিমানটি ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন জানিয়েছেন, আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে গত সপ্তাহে বিমানটি কাবুলে গিয়েছিল। পরে অজ্ঞাত পরিচয় সশস্ত্র ব্যক্তিরা বিমানটি ছিনতাই করে এবং পরে জোর করে সেটিকে ইরানে নিয়ে যাওয়া হয়।

এদিকে এই বিমানে আফগানিস্তান থেকে উদ্ধার হওয়া ইউক্রেনের নাগরিকরা ছিলেন বলেও জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি।

রুশ বার্তাসংস্থা তাস’র প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন বলেছেন, ‘গত রোববার আমাদের বিমানটি ছিনতাই করা হয়েছিল। আর মঙ্গলবার বিমানটি কার্যত আমাদের কাছ থেকে চুরি করা হলো। ছিনতাইয়ের পর সশস্ত্র ব্যক্তিরা বিমানটি জোর করে ইরানে নিয়ে যায়।’

ইউক্রেনের এই মন্ত্রী আরও অভিযোগ করেছেন, আফগানিস্তান থেকে আমাদের নাগরিকদের পরবর্তী তিনটি উদ্ধার প্রচেষ্টাও সফল হয়নি। কারণ, আমাদের নাগরিকরা কাবুল বিমানবন্দরে পৌঁছাতে পারেননি।

ইয়েভগেনি ইয়েনিনের দাবি, যারা বিমানটি ছিনতাই করেছে, তারা সশস্ত্র ছিল। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বিমানটির কী হল, কিয়েভ ইরানের কাছ থেকে বিমানটি ফেরত চাইবে কি না বা কাবুল থেকে এরপর কীভাবে ইউক্রেনের নাগরিকদের দেশে ফেরানো হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

তবে বিমান ছিনতাইয়ের পেছনে জড়িত থাকার বিষয়ে ইউক্রেনের এই অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ হাসান জিবাকশ জানিয়েছেন, ‘গতকাল রাত ১০টার দিকে বিমানটি জ্বালানি নেওয়ার জন্য মাশাদ বিমানবন্দরে অবতরণ করে এবং এরপরই আবার সেটি কিয়েভের উদ্দেশে উড্ডয়ন করে। বিমান ছিনতাইয়ের ব্যাপারে আমরা ইউক্রেনের দাবি প্রত্যাখ্যান করছি।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

হরিপুরে বোরো ধান সংগ্রহ উদ্বোধন

আটোয়ারীতে জাতীয় ভোটার দিবস এর শুভ উদ্বোধন:

রাণীশংকৈলে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

ভুমিদস্যু আনোয়ার হোসেনের অন্যায় কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিরাপত্তার চাদরে ঘেরা পূরো এলাকা রাণীশংকৈলে ইত্যাদি অনুষ্ঠানে চলছে মঞ্চ প্রস্তুতির কাজ

আগামী মাসে পঞ্চগড়ে দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র চালু হতে হচ্ছে

রাণীশংকৈলে উপজেলা প্রশাসনের মতবিনিময় ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত

বৈশাখী সংস্কৃতি সমাবেশ ও কবিতার মাটি সংগঠনের সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন

আটোয়ারী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত