বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ/১, ২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বোচাগঞ্জ কৃষি সম্প্রসারন অফিসের উদ্যোগে অাজ ১২ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় অফিস কার্যালয়ের সামনে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। এসময় বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলাউদ্দীন শেখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৫ কেজী বীজ প্রদান করা হয় ।