শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাবুল ছেড়েছে যুক্তরাজ্যের শেষ ফ্লাইট

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২৮, ২০২১ ১১:২১ অপরাহ্ণ

আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের শেষ ফ্লাইট ছেড়ে গেছে। এর মাধ্যমে আফগানিস্তানে থাকা ব্রিটিশ সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ সমাপ্ত করল দেশটি। খবর আল-জাজিরা।

আফগানিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লরি ব্রিস্টো বলেছেন, গত দুই সপ্তাহে প্রায় ১৫ হাজার ব্রিটিশ নাগরিক, আফগান স্টাফ এবং ঝুঁকিতে থাকা অন্য মানুষদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের মানুষের প্রতি যুক্তরাজ্যের দায়বদ্ধতা চলমান থাকবে বলেও জানান তিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, অপারেশন সমাপ্তি ঘোষণার সময় এসেছে। কিন্তু এখনও যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় আমরা তাদের ভুলে যায়নি। তাদের সহায়তায় যা করা প্রয়োজন আমরা তাই করবো।

তিনি আরও বলেন, আমরা সাহসীদের কখনও ভুলি না। তাদের নিরাপদে ও শান্তিতে থাকার অধিকার রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও