পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আজাদ স্পোটিং ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে পীরগঞ্জ পৌরসভার কলেজ হাট সংলগ্ন আজাদ স্পোটিং ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এলাকার কৃষ্টি ও সংস্কৃতি দ্বারা লালিত এবং খেলাধুলার প্রাণ প্রিয় সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে সাবেক পৌর মেয়র মো. গোলাম হোসেন, সাধারণ সম্পাদক পদে প্রভাত সমির শাহাজাহান আলম নির্বাচতি হয়েছেন। বিভিন্ন সম্পাদকীয় পদে ও সদস্য পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান, জামাল উদ্দীন, দেলোয়ার হুসেন দুলাল, মকসেদুল আলম, আবুল কালাম আজাদ, সঞ্জয় কুমার সিংহ, আবু তালেব, আলম ও প্রজ্ঞা পারমিতা। এছাড়াও ঐতিয্যবাহী এই সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে।