বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর তেলীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর -২০২৩) বিকেলে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসন বীরগঞ্জ আয়োজনে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী। ঢেউ টিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার বর্গের মাঝে ১২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩৬ হাজার টাকা,শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়।