রোববার দিনাজপুরের ঐতিহ্যবাহী এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভ‚মি শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে পরিদর্শনে আসেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার ও তার সহধর্মীনি।
দিনাজপুর রাজ দেবত্তোর এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্য ডাঃ ডিসি রায়, রতন সিং, বিমল চন্দ্র দাস তাকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করে। ভারতীয় সহকারী হাই কমিশনার কান্তজির মন্দির উন্নয়ন এবং হিন্দুদের তীর্থ ভ‚মির তাৎপর্য নিয়ে রাজদেবোত্তর এস্টেটের সাথে মতবিনিময় করেন। পরে তিনি কান্তাজিউ জাদুঘর পরিদর্শন করেন। এসময় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার নাঈম হোসেন খান, টুরিষ্ট পুলিশসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।