ঠাকুরগাঁও : সারা দেশের মত ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে একযোগে গণটিকা দেয়ার কার্যক্রম।
মঙ্গলবার সকাল থেকেই জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার টিকাদান কেন্দ্রগুলোতে নারী ও পুরুষদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিতে দেখা যায়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ৭ আগস্ট থেকে ৯ আগস্ট গণটিকার আওতায় জেলার ৫৩টি ইউনিয়ন ও তিন পৌরসভায় ৩৭ হাজার ৪৫২ জন টিকা নেন। যারা প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন শুধু তাদেরকেই দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার বলেন, জেলার ৮৩কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হচ্ছে। যথাক্রমে তিনদিন পর্যন্ত চলবে এ গণটিকার কার্যক্রম। যারা প্রথম ডোজ যে কেন্দ্রে নিয়েছিলো, তাঁরা দ্বিতীয় ডোজও একই কেন্দ্রে নিতে হবে। টিকাদান শুরুর প্রথম দুই ঘণ্টা শুধু বয়স্ক ও নারীদের টিকা দেওয়া হবে। সিভিল সার্জন আরও বলেন, টিকা দেওয়ার কার্যক্রম যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখভালের জন্য বেশ কিছু টিম মাঠে কাজ করছে। এখন পর্যন্ত টিকাদান কেন্দ্র গুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেন্দ্রে গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্বেচ্ছসেবক দলের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।