সোমবার , ৮ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুজার্চনা ও ধর্মীয়-ভাবগাম্ভির্যে শেষ হলো দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ৮, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ

পুজার্চনা ও ধর্মীয়-ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে শেষ হলো দিনাজপুরে হিন্দু ধর্মালম্বীদের ৩ দিনব্যাপী ৪৮তম মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব। দেশ ও দেশের শান্তি কামনা ও শিব ঠাকুরকে রাজি-খুশি করতে প্রতি বছর শ্রাবণ মাসে ঝুলন যাত্রা থেকে রাখি পূর্নিমার মাঝে সোমবার তিথিতে এই কৈলাশপতির মহা¯œানযাত্রা উৎসব পালন করেন হিন্দু ধর্মালম্বীর নারী-পুরুষরা।
গত শনিবার রাতে হাজার হাজার ভক্ত-পূন্যার্থী বাসযোগে ৩৪ মাইল দুরে বীরগঞ্জ উপজেলার মহুয়গাঁ গ্রাম শশ্মান ঘাট মন্দির সংলগ্ন পূনর্ভবা নদীর উত্তর মুখি প্রবাহিত জল সংগ্রহ করতে যায়। সেখানে রাতব্যাপী কীর্ত্তন চলে। পরদিন রোববার আকাশে সুর্য্য দেখা যায় তখন সেই উত্তরমুখি প্রবাহিত জল সংগ্রহ করতে নদীতে নেমে পড়েন হাজার হাজার নারী-পুরুষ। সুর্য্য দেবতাকে প্রনাম করে সেই জল সংগ্রহ করে সেখানে শিব মন্দিরে জল ঢেলে পুনরায় একই নিয়মে জল সংগ্রহ করে সেখানকার পুরোহীত দ্বারা সেই জল পবিত্র করে শহরের আনন্দ সাগরস্থ শ্রী শ্রী গোষ্ঠধাম প্রাঙ্গনে শিব মন্দিরের উদ্দেশ্যে নগ্ন পদব্রজে যাত্রা শুরু করেন। প্রতি বছর এই মহুয়া নদীতে হাজার হাজার ভক্ত-পুন্যার্থীরা পুন্য জল সংগ্রহ করতে আসেন।
অপরদিকে একই নিয়মে আনন্দ সাগর হতে ৭মাইল পূর্বে অবস্থিত কাঁউগাঁও-সাহেবগঞ্জ হাট সংলগ্ন আত্রাই নদীর উত্তরামূখি প্রবাহিত পুণ্যজল সংগ্রহ করেন হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দ। পুন্যজল সংগ্রহ করে নগ্ন পদব্রজে আনন্দ সাগরের মন্দির অভিমুখে যাত্রা করেন।
দুই দিক থেকে পুন্যজল সংগ্রহ করার পর ভক্ত-পুন্যার্থীরা গত রবিবার রাতে আনন্দ সাগরস্থ শ্রী শ্রী গোষ্ঠ ধামে অবস্থান করেন এবং রাতব্যাপী কীর্ত্তন করেন ও শোনেন। পরে গতকাল সোমবার ভোর ৪টায় প্রথমে কমিটির পক্ষ থেকে শিব মন্দিরে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে পূজা-অর্চনা করা হয়। পরে শিব ঠাকুরের মাথায় জল ঢালা শুরু করেন হাজার হাজার ভক্ত-পুন্যার্থীরা। পরে সকালে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয় কমিটির পক্ষ থেকে।
সোমবার শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আসা মিতনি ঘোষ ও শিক্ষার্থী জ্যোতি অনুভুতি ব্যক্ত করে বলেন, আমরা পুন্য করতে ও দেশ ও দশ জাতে ভালো থাকে সেজন্য এই পুজা করি। আবার কেউ এই পুজা করেন যাতে তার মনোবাসনা পুরণ হয়, লেখাপড়ায় ভলো করতে পারেন সে জন্য। এই পুজার মাধ্যমে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে স্বামীর আশির্বাদ পাওয়া যায় এবং স্বামীর মঙ্গল হয়।
‘বলে বোম সেবা কমিটি’র সাধারন সম্পাদক অশোক আগরওয়ালা জানান, দিনাজপুরে ১৯৭৪ সালে এই মহা¯œানযাত্রা উৎসব শুরু করেন। পরে প্রতি বছর এই উৎসব পালন করা হয়।যে কোন মনোবাসনা নিয়ে কেউ যদি মন থেকে এই শিব ঠাকুরের পুজা করে তবে ঠাকুর সেটি পূর্ন করে হয়। সেই বিশ্বাস থকে প্রতিবছর আমরা মহাত্রিপুরারী কৈলাশপতির মহা¯œানযাত্রা পুজা করে আসছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বদলি জনিত বিদায় অনু্ষ্ঠান

দিনাজপুরে ব্যতিক্রমধর্মী শিশু শিক্ষার্থীদের মানবিক সাহায্য প্রদান

বীরগঞ্জে কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পঞ্চগড়ে শিশু সংগীত ও নৃত্য প্রশিক্ষণ শুরু

হাবিপ্রবিতে অমর একুশে বইমেলা

রোটারী ক্লাব অব দিনাজপুর আয়োজিত সেমিনার অন লাইফ স্টাইল মেডিসিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার

ঠাকুরগাঁও-২ আসনের ভোট কেন্দ্রগুলী ঝুঁকিপূর্ণ অভিযোগ !

আটোয়ারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা

বীরগঞ্জে খাল খননে কৃষকের সর্বনাশ