বিকাশ ঘোষ, বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নিষিদ্ধ সিনটা ট্যাবলেট বিক্রির দায়ে ৪ জনকে গ্রেফতার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেলে বীরগঞ্জ থানার এসআই মাহফুজ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়িতে আসাদুজ্জামান, সুজন কে ৩০ পিস ও শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর এলাকায় অভিযান চালিয়ে শাহ আলী, জিতেন্দ্র নাথ রায় নামে দুই জনকে ২০ পিস নিষিদ্ধ সিনটা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন -বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত দেলোয়ার খলিফার ছেলে আসাদুজ্জামান আরোফে আসাদ (৩০, আব্দুল বারেকের ছেলে মোঃ সুজন ইসলাম (২০), উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর শাহাপাড়া গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে শাহ আলী (২৮) ও পুর্নো চন্দ্র রায়ের ছেলে জিতেন্দ্র নাথ রায় (৩৪)। এব্যাপারে বীরগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মাদকদ্রব্য আইনে ২টি মামলা দায়ের করেছেন।