মিজানুর রহমান,হরিপুর প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভূক্ত ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সুপার (ঠাকুরগাঁও) এর নির্দেশনায় ও হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নেতৃত্বে এস আই রাকিবুল ইসলাম,এস আই সাজেদুল, এস আই তৌফিক, এস আই আজিজ, এ এস আই সাদেকুল, এ এস আই সিরাজ,এ এস আই তৌহিদ এ এস আই মিজান, এ এস আই ওহাব ও সঙ্গীয় ফোর্সসহ (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের মাগুরা গ্রামের মতিউর রহমানের ছেলে করিমুল হক (২৪) এনামুল হক (১৯), মৃত পসন আলীর ছেলে মতিউর রহমান (৪৪), মৃত হানিফের ছেলে হযরত আলী (৫৫),ফজলুর রহমানের ছেলে শামসুল হক (২৬) ও তাহের আলীর স্ত্রী হামিতন (৫৩) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সকল আসামীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ প্রেরণ করা হয়েছে।