বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২০ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে নালা থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে চলছে বালু উত্তোলন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১২, ২০২০ ৮:৪৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভূল­ীরহাট এলাকার কয়েকশত গজ পশ্চিমে ব্রীজ ও পাঁকা রাস্তার পাশ থেকে সেলো চালিত ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলন। যে কেনো মূহুর্তে প্রাণ নাশ সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সংবাদ পেয়ে গত ১১ নভেম্বর ২০ইং বুধবার দুপুরে ভূল­ীরহাটে গিয়ে পাশ্ববর্তী ভূল­ী নালা হতে ডিজেল চালিত সেলোমেশিনের একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দৃশ্যটি চোখে পড়ে এবং ঘটনাটি প্রকাশ পায়। এ সময় ড্রেজার মেশিনটি পরিচালনায় থাকা একই ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের রাজ্জাক মামুন জানায়,স্থানীয় চেয়ারম্যানের অনুমতি ক্রমে ও তারই তত্ত¡াবধানে সরকারী এই নালা হতে ভগিরপাড়া গোরস্থান সংলগ্ন একটি খাস জমিতে বালুর বিশাল এই স্তূপটি জমা করা হচ্ছে। এ ব্যাপারে ড্রেজার মালিক তার মুঠোফোন দিয়ে দুপুর আনুমানিক ১২টা ২৫ মিনিটে ইউপি চেয়ারম্যান মজিদুলের সাথে কথা বলতে বলে, ফোনটি হাতে ধরিয়ে দিলে চেয়ারম্যান সাহেবের অনুমতিতে ভূল­ী নালা হতে বালু উত্তোলনের সত্যতার কথা স্বীকার করেন। এভাবে বালু উত্তোলনের কোন বৈধ অনুমতিপত্র আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ক্ষিপ্ত হয়ে তিনি সাংবাদিকতার বিষয়ে নানান মন্তব্য করেন ও অশালীন ভাবে কথা চালিয়ে উওরে বলেন, এ বিষয়ে কোথায় কোন অভিযোগ দিবার আছে দিন, আর পত্রিকায় কার কি লিখার আছে লিখুন, তবুও এই বালু উত্তোলন কাজ থামবেনা। এসময় ঘটনাস্থলে হাজির হয়ে নিজেকে অনলাইন ভিত্তিক বঙ্গ টিভির প্রতিনিধি দাবি করে জনৈক যুবক নাম ওয়াসিম আকরাম তথ্য সংগ্রহকারী সাংবাদিকদের পরিচয় জানতে চান এবং এখানে আর মাত্র দুইদিন বাল উত্তোলিত হবে মর্মে জানান ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের পক্ষপাতিত্ব করেন। তবে নাম গোপন রাখার শর্তে স্থানীয় কয়েকজন গ্রামবাসী জানায়, স¤প্রতি কয়েকদিন যাবত নালাটির বেশ কিছু পয়েন্ট হতে একই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আশপাশের একাধিক স্থানে বালুর স্তূপ ও স্টোক করে রেখেছে অবৈধ বালু উত্তোলনকারীরা। এ ব্যাপারে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. আব্দুর রশিদকে মুঠোফোনে জানালে, তিনি বিষয়টি সম্বন্ধে উধ্বর্তন কতৃপক্ষকে জানানোর পরামর্শ দিলে তৎক্ষনাত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল কাদের ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ডালিম সরকারকে অবগত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোদায় বাদামের দাম ভাল, বাদাম চাষীরা খুশি

হাবিপ্রবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী মেলা

চাহিদাভিত্তিক জাতীয়করণকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষা বীরগঞ্জে স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী নবরূপী ইফতার অনুষ্ঠিত

পদ্মা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

হাবিপ্রবিতে কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

পীরগঞ্জে ব্যানবেইস ভবন নির্মানে ব্যাপক অনিয়ম কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন

যেদিন মেয়ের জম্ম হল, সেদিন আমি বাবা হলাম, ঘটনাটি দারুন এক কষ্টের- লেখেছেন “নিখিল রায়”

হরিপুরে জাতীয় সংবিধান দিবস পালিত